রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত সুবিধার কথা বিবেচনায় রেখে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ৩টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ফ্লাইটগুলো বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা থেকে যাত্রা করে বিকেল ৪টা ২০ মিনিটে রাজশাহী পৌঁছাবে এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে গিয়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস সেন্টার, কল সেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেনা যাবে।