বিদেশি বন্ধুকে দেখে আহ্লাদে আটখানা দেশি নেড়ি! তিন সারমেয়র বন্ধুত্ব নজর কেড়েছে নেটদুনিয়ার

এইসময় (ভারত) প্রকাশিত: ২৪ মে ২০২৩, ১৬:৪৬

ওরা রয়েছে দামি গাড়িতে বসে। মুখ বাড়িয়ে দেখছে রাস্তার চারপাশ। সিগন্যালে গাড়ি আটকাতেই জানলায় হাজির ওদেরই আরেক বন্ধু। তবে সে তো নেড়ি। আর ওরা দামি বিদেশি কুকুর। কিন্তু বেশ জমল তিনজনের আলাপ। তিন সারমেয়র এমনই এক মুহুর্ত ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।


বেশিরভাগ মানুষের পোষ্য হিসাবে কুকুরই বেশি পছন্দ। বিভিন্ন প্রজাতির দামি বিদেশি কুকুরই সেক্ষেত্রে সকলের পছন্দের তালিকায় প্রথম সারিতে থাকে। যদিও আজকাল দেশি চারপেয়েদেরও অনেকেই ভালোবেসে কাছে টেনে নেন। তবে মানুষের পছন্দ যাই হোক, দেশি হোক কিংবা বিদেশি, ওরা কিন্তু নিজেদের বন্ধুই ভাবে। সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। যা দেখলে মন ভালো যাবে আপনারও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us