এখন থেকে পাসওয়ার্ড শেয়ার করে একই অ্যাকাউন্টে সঙ্গে থাকা পরিবারের সদস্য বাদে আর কেউ নেটফ্লিক্স দেখতে পারবে না। নতুন কাউকে অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ করে দিতে হলে প্রতি মাসে ভিডিও-স্ট্রিমিং প্ল্যাটফর্মটিকে দিতে হবে বাড়তি ফি। যুক্তরাষ্ট্রে চালু হয়েছে এই নিয়ম। এর আগে কানাডা, নিউজিল্যান্ড, পর্তুগাল ও স্পেনে নিয়মটি চালু করা হয়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নেটফ্লিক্স চারটি দেশে পেইড শেয়ারিং ব্যবস্থা চালু করে। কানাডা, নিউজিল্যান্ড, পর্তুগাল ও স্পেনে নিয়মটি চালু করা হয়েছে। অতিরিক্ত এই ফি’র হার কানাডায় ৭ দশমিক ৯৯ কানাডীয় ডলার, নিউজিল্যান্ডে ৭ দশমিক ৯৯ নিউজিল্যান্ড ডলার এবং পর্তুগালে ৩ দশমিক ৯৯ ইউরো ও স্পেনে ৫ দশমিক ৯৯ ইউরো। এর আগে দক্ষিণ আমেরিকা মহাদেশের চারটি দেশে নিয়মটি চালু করেছিল নেটফ্লিক্স। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে চালু হলো এই নিয়ম।