ভক্তরাই তারকা তৈরি করেন। তাদের ভালোবাসাতেই একজন শিল্পী সুপারস্টার হয়। তবে মাঝেমধ্যে ভক্তদের অতিরিক্ত ভালোবাসা চরম অস্বস্তিতে ফেলে দেয় তারকাদের। তেমনই এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ঢালিউডের নায়িকা শিরীন শিলা।
বিষয়টি নিয়ে আজ বুধবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন শিরিন শিলা। এতে প্রকাশ্যে জড়িয়ে ধরে চুমু দেওয়া সেই ভক্তকে অভিনেত্রীর পা ধরে ক্ষমা চাইতে দেখা গেছে।
ভিডিওতে শিরিন শিলা বলেন, ‘আজ আমি তাকে আনতে লোক পাঠিয়েছিলাম। তার বাসায় বউ আছে, মা আছে। পুরো ফ্যামিলির সবাই আছে। ইভেন সে রিকশা চালায়। ওর মাথায় নাকি সমস্যা। ও সুস্থ স্বাভাবিক। ও বড় অ্যাক্টিংবাজ, মিথ্যাবাদী, প্রতারক।’