গাজীপুরে নির্বাচন নিয়ে কোনও শঙ্কা নেই ইসি’র

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৩ মে ২০২৩, ২০:৫৭

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৩ মে) মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট হবে। তিন-চতুর্থাংশ ভোটকেন্দ্র ‘ঝূঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে নির্বাচন নিয়ে কোনও রকম শঙ্কা করা হচ্ছে না বলে জানিয়েছেন গাজীপুর সিটির ভোট দেখভালের দায়িত্বে থাকা  নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি জানান, প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও কোনও ধরনের শঙ্কা করা হচ্ছে না। বিশৃঙ্খলার অপচেষ্টা করা হলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গাজীপুর সিটির ভোটের সর্বশেষ প্রস্তুতি নিয়ে কথা বলেন এই নির্বাচন কমিশনার। তিনি জানান, শিল্প এলাকায় নানা ধরনের মানুষের বসবাস। সেখানে অপরাধ প্রবণতার কথা মাথায় রেখে এবার প্রায় দুই তৃতীয়াংশ ভোটকেন্দ্র গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য নিয়োজিত থাকছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
৭ মাস, ৩ সপ্তাহ আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us