করোনা মহামারী অনেক নতুন শিক্ষা দিয়েছে বিশ্ববাসীকে। মানুষ নতুন করে স্বাস্থ্যের গুরুত্বের কথা ভাবতে শুরু করেছে। কিন্তু জাতীয় বাজেট প্রণয়নের সঙ্গে যারা জড়িত, তাদের কাছে যে স্বাস্থ্যের গুরুত্ব বেড়েছেÑ বাজেট প্রণয়ন দেখে তা মনে হওয়ার কারণ নেই। বাজেট প্রণয়নকারীরা গত অর্থবছরে (২০২২-২৩) জাতীয় বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ রেখেছেন স্বাস্থ্যের জন্য। এক দশক ধরে এমনই চলছে।
করোনা মহামারীর সময় স্বাস্থ্য খাতের দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে ওঠে। বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি ও চিকিৎসা ব্যয়ের বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জাতীয় বাজেটের ১৫ শতাংশ স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ রাখা উচিত বলে মনে করে।