৮৯ লাখ অ্যান্ড্রয়েড ফোনে ক্ষতিকর গরিলা প্রোগ্রাম শনাক্ত

প্রথম আলো প্রকাশিত: ২৩ মে ২০২৩, ১১:০৬

বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যান্ড্রয়েড ফোনে গরিলা নামের একটি ক্ষতিকর প্রোগ্রাম (ম্যালওয়্যার) পাওয়া গেছে। এখন পর্যন্ত ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, থাইল্যান্ড, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে এর উপস্থিতিতে পাওয়া গেছে। এটি ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করতে পারে। এ ছাড়াও দ্রুত ব্যাটারির চার্জ শেষ করে স্মার্টফোন ব্যবহারের বাজে অভিজ্ঞতার মুখোমুখি করতে পারে। খবর এনডিটিভির।


তথ্যপ্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রোর বিশেষজ্ঞরা গরিলা নামের এই ক্ষতিকর প্রোগ্রামটির সন্ধান পেয়েছেন। তাঁরা বলছেন, কোনো স্মার্টফোনে এটি ঢুকে পড়েলে নিজে থেকেই হালনাগাদ হয়। এ ছাড়া অন্যান্য ক্ষতিকর সফটওয়্যার বা প্রোগ্রাম ইনস্টল করে। এ ছাড়া ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করে। অ্যান্ড্রয়েড ফোনে থাকা অন্য অ্যাপে বিজ্ঞাপন প্রদর্শন করে এটি।


ট্রেন্ড মাইক্রোর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮৯ লাখ অ্যান্ড্রয়েড ফোনে গরিলার অস্তিত্ব রয়েছে। ৫০টিরও বেশি উৎপাদনকারীর অ্যান্ড্রয়েড ফোনে এ ম্যালওয়্যারের উপস্থিতি রয়েছে। ট্রেন্ড মাইক্রোর গবেষকেরা সম্প্রিত ব্ল্যাক হ্যাট এশিয়া ২০২৩ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us