আজ বিএনপিসহ বিরোধী দলগুলোর পদযাত্রা, যানজটের শঙ্কা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৩ মে ২০২৩, ১০:০৩

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবিতে রাজধানীর দুই পাশে পদযাত্রা করবে বিএনপির। শুধু বিএনপি নয় তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চও আজ রাজধানীতে পদযাত্রা করবে। ফলে, অন্যান্য দিনের চাইতে মঙ্গলবার (২৩ মে) রাজধানীতে যানজট বাড়ার সম্ভাবনা বেশি রয়েছে।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপি উদ্যোগে মঙ্গলবার দুপুর আড়াইটায় গাবতলী বিউটি সিনেমা হল সংলগ্ন এস এ খালেক বাস কাউন্টার সামনে থেকে পদযাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।


তিনি আরও জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি উদ্যোগে দুপুর আড়াইটায় ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মোড় থেকে পদযাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।


এদিকে গণতন্ত্র মঞ্চের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানান, মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণতন্ত্র মঞ্চের ঢাকা দক্ষিণের পদযাত্রা শুরু হবে। বাহাদুর শাহ পার্কে গিয়ে পদযাত্রা শেষ হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us