এই নতুন চরিত্র আমার বাস্তব জীবনের পুরোপুরি বিপরীত: সাঞ্জু জন

প্রথম আলো প্রকাশিত: ২৩ মে ২০২৩, ০৮:৩৫

আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে ‘সুলতানপুর’। এরই মধ্যে ছবিটির ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে। সৈকত নাসির পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন সাঞ্জু জন। সিনেমায় অভিনয়, স্বপ্ন ও অন্যান্য বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছে বিনোদন।


‘সুলতানপুর’ মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। ছবিটি আপনার অভিনয়জীবনে কতটা আলো ছড়াবে বলে মনে করছেন?


সাঞ্জু জন: আগামী জুন মাসের ২ তারিখে মুক্তি পাচ্ছে ‘সুলতানপুর’। এই সিনেমা আমার জীবনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। কারণ, চরিত্রটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আর এই নতুন চরিত্র আমার বাস্তব জীবনের পুরোপুরি বিপরীত। এই নতুন ভূমিকায় অভিনয় করে বেশ ভালো লেগেছে। এই চরিত্রে অভিনয় করাটা যেহেতু চ্যালেঞ্জিং ছিল, তাই নতুন অনেক কিছু শেখার ছিল। আশা করছি, সবাই চরিত্রটাকে ভালোভাবে নেবেন।


একটা সময় তো মডেলিং করতেন। সিনেমায় অভিনয়ের শুরুটা কীভাবে হয়েছিল?


সাঞ্জু জন: ২০০৬ সালের শেষের দিক থেকে আমি মডেলিং শুরু করি। মডেলিং করতে করতে হঠাৎ ২০১১ সালের দিকে একটা চলচ্চিত্র প্রোডাকশন হাউস থেকে সিনেমায় অভিনয় করার প্রস্তাব আসে। তারা মূলত জয়েন ভেঞ্চার ফিল্ম নির্মাণ করত। ওই সময় তাদের ইন্ডিয়ান প্যাটার্নের বডি বিল্ডার টাইপ একটা হিরোর দরকার ছিল। তখন কাবিলা মামা (চলচ্চিত্র অভিনয়শিল্পী কাবিলা) আমাকে ফোন করে বলেন, ‘একটা সিনেমা হবে, ওই সিনেমার প্রোডাকশন হাউস আছে। ওখানে যা।’ পরে প্রযোজক আমাকে দেখে পছন্দ করেন এবং তাঁদের ছবিতে অভিনয়ের জন্য আমাকে নির্বাচন করেন। সিনেমার নাম ছিল ‘বাংলার পাগলু’। ২০১২ সালে সিনেমাটি মুক্তি পায়। এভাবেই সিনেমার অভিনয়ে আমার যাত্রা শুরু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us