রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজশাহীর পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন জানান, রোববার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে থানায় মামলা হয়েছে।
“সন্ত্রাস দমন আইনে উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন।”
ওসি আরও বলেন, “পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে। দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”