দু’দশক আগে গুজরাটের ভয়াবহ দাঙ্গা এবং তাতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংশ্লিষ্টতা নিয়ে বিবিসির বিতর্কিত ‘ইন্ডিয়া : দ্য মোদি কোশ্চেন’ তথ্যচিত্রের জেরে করা এক মানহানির মামলায় এবার ব্রিটেনভিত্তিক এই বৈশ্বিক সংবাদমাধ্যমের নির্বাহীদের তলব করেছেন দিল্লি হাই কোর্ট।
দিল্লি হাই কোর্টের বিচারপতী শচীন দত্তের নেতৃত্বাধীন একটি বেঞ্চ সোমবার বিবিসির যুক্তরাজ্য শাখা বা সদর দপ্তর এবং বিবিসি ভারত শাখা কার্যালয়ের নির্বাহীদের উদ্দেশে এই আদেশ দিয়েছেন।