দোয়েল চত্বর থেকে মিছিল নিয়ে নগর ভবন যাওয়ার পথে বঙ্গবাজার মোড়ে পুলিশের বাধার মুখে পড়েছেন সাত মসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা। বর্তমানে তারা সড়কের এক পাশে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।
রোববার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে মিছিল নিয়ে নগর ভবন ঘেরাও করতে যান আন্দোলনকারীরা। কিন্তু বঙ্গবাজার মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বাকবিতণ্ডা চলে।
সাত মসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এসে কথা না বলা পর্যন্ত রাস্তা থেকে তাঁরা সরবেন।
শনিবার বিকেলে ধানমন্ডি আবাহনী মাঠের সামনের চত্বরে ‘গাছের জন্য নগর ভবন ঘেরাও’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়কারী আমিরুল রাজিব।