কান শহরে ‘ক্যাটস অ্যান্ড ডগস’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২১ মে ২০২৩, ০১:৩২

এদিকটায় যারা এসেছেন, তাদের ভালোই জানা। যারা আসেননি তারাও অনুমান করেন– ফরাসিদের কাছে পেট বা পোষ্য কতটা স্নেহের। ঘরে-বাইরে তাদের জীবনযাপনের অন্যতম অনুষঙ্গ কুকুর-বিড়াল। বিশেষ করে প্যারিস হয়ে কান শহরের বাস, ট্রেন, গাড়ি, রাস্তা, রেস্তোরাঁ, পার্কসহ সর্বত্র দেখা যায় ফরাসিদের সঙ্গে একটি করে আদরের পোষা কুকুর। এটা ঠিক গত পাঁচ দিনের কানদর্শনে বেড়াল একেবারেই চোখে পড়েনি পথে-ঘাটে। সম্ভবত তারা ঘরেই থাকতে অভ্যস্ত।


যদিও এই খবরের শিরোনাম ফরাসিদের পোষ্যপ্রীতি নিয়ে নয়। তবে প্রসঙ্গটি এড়িয়ে যাওয়াও অস্বস্তিকর। তাই শিরোনামের সূত্র ধরে হালকা রেশ রেখে যাওয়া।


এদিকে প্রায় সব পাঠকই জানেন, মুষলধারে বৃষ্টিকে ইংরেজিতে ‘ক্যাটস অ্যান্ড ডগস’ বলা হয়। গত দুই দিন ধরে কানে টানা বৃষ্টির ব্যাপারটা লিখতে গিয়ে সেটাই মনে পড়লো আগে। ভূমধ্যসাগরের তীরবর্তী ছোট শহরটি গত ১৬ মে থেকে ভাসছে উৎসবের আনন্দে। ওইদিন শুরু হয়েছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে হলিউড থেকে ঢালিউডসহ বিশ্বের বেশিরভাগ দেশের সিনেমা সংশ্লিষ্টরা হাজির হয়েছেন কানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us