এক সময় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ। দর্শক তাঁকে চেনেন ‘হিয়া’ নামে। যদিও টানা কোনও দিনই কাজ করেননি। বরং কেরিয়ারে বিরতি নিয়ে নিয়ে কাজ করায় বিশ্বাসী। জনপ্রিয়তার শিখরে থাকাকালীনই বিয়ে। তার পরে সংসার, সন্তান। এক লম্বা সময় ক্যামেরার থেকে দূরত্ব। যদিও ছেলে একটু বড় হতে প্রত্যাবর্তন।
কেমন আছেন?
অপরাজিতা: যা গরম পড়েছে! তাতেও বলছি, ভাল আছি। আসলে এই গরমটা আমাকে অবাক করে যে, পৃথিবী কত তাড়াতাড়ি বদলে যাচ্ছে!
অপরাজিতাকে দর্শক পছন্দ করেন। কিন্তু মাঝেমাঝে তাঁকে দেখা যায়। আবার মাঝেমধ্যেই তিনি উধাও হয়ে যান। কেন?
অপরাজিতা: আমি আমার কেরিয়ারে ভীষণ অন অ্যান্ড অফ কাজ করেছি। সব ধরনের কাজ করেছি এবং সমান গুরুত্ব দিয়ে করেছি। আমি যদি সারা ক্ষণ টেলিভিশন করতাম, তা হলে অন্যগুলো করার সময় পেতাম না। তবে আমি খুবই ভাগ্যবতী যে, সিরিয়াল করতে করতে সিনেমা বা ওয়েব সিরিজের কাজ করেছি। যেমন ‘এক্কা দোক্কা’ করতে করতে ‘হোম স্টে মার্ডার’-এর কাজ করলাম। তার আগে ‘কুসুমদোলা’ করার সময়েই ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’-র শুটিং করি। আসলে দুটোর ভারসাম্য বজায় রাখতে টানা টেলিভিশন করাটা সিদ্ধান্ত নয়। তবে যে বিরতির কথা বললেন, সেটার প্রয়োজন অনুভব করলাম যখন আমার সন্তান হল। মনে হল, এই বাচ্চাটার আমাকে প্রয়োজন। যদিও কোনও সিদ্ধান্তই ভেবেচিন্তে নেওয়া নয়। তবে কোভিডের সময় সচেতন ভাবেই কাজ না করার সিদ্ধান্ত নিই। কারণ, আমার সেই সামর্থ্য ছিল যে, আমি ঘরে বসে থাকতে পারি। তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।