জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিলেন ডু প্লেসি

সমকাল প্রকাশিত: ১৮ মে ২০২৩, ২০:৩১

ফের দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে ফাফ ডু প্লেসিকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন তারকা এই ব্যাটার। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার নতুন কোচ রব ওয়াল্টার সাবেক এই অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেছেন। এমনটাই দাবি করেছেন ডু প্লেসি।


এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডু প্লেসি বলেন, 'আমি খুবই কৃতজ্ঞ কেননা নতুন কোচ দলের অংশ হওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছে। এখন শুধুই কথা হয়েছে, আমার শারীরিক অবস্থা কী সেটা নিয়ে। আমি টেনিস এলবো ইনজুরি নিয়ে সাম্প্রতিক সময়ে ভুগছি। এটার জন্যে ইনজেকশনও দিয়েছি।'


জাতীয় দলের টেস্ট ফরম্যাট থেকে দুই বছর আগেই অবসরে গেছেন ডু প্লেসি। যদিও ওয়ানডে এবং টি-টোয়েন্টি থেকে এখনও অবসরে যাননি তিনি। তবে প্রোটিয়াদের নতুন কোচ ডু প্লেসিকে চান আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য। যদিও ডু প্লেসির ইচ্ছা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে ফেরার। এ নিয়ে দুজনের ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান সাবেক এই প্রোটিয়া অধিনায়ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us