স্মার্টফোন হোক কিংবা ল্যাপটপ স্লো হয়ে গেলে প্রথমেই যে কাজটি করেন তা হচ্ছে ক্যাশ ফাইল ডিলিট করেন। ক্যাশ ফাইল ডিলিট করার কিন্তু অনেক সুবিধা আছে। তার আগে চলুন জেনে নেওয়া যাক ক্যাশ ফাইল আসলে কী?
ক্যাশ ফাইল হচ্ছে ডেটা ফাইল, ফটো এবং অনেক ধরনের মাল্টিমিডিয়া। যখন কেউ প্রথমবার কোনো ওয়েবসাইট বা অ্যাপ ওপেন করেন, তখন এটা তার ডিভাইসে সংরক্ষিত হয়। যখন সেই ব্যক্তি একই ওয়েবসাইট বা অ্যাপ দ্বিতীয়বার ওপেন করেন তখন সেই ডেটা ব্যবহার করা হয়।
স্মার্টফোনের স্টোরেজের জায়গা দখল করে রাখে ক্যাশ ফাইলস। আপনি যত বেশি অ্যাপ ব্যবহার করেন, তত বেশি স্টোর হতে থাকে তার তথ্য। টেমপোরারি ফাইলসের মাধ্যমে এই তথ্য স্টোর করে অ্যাপগুলো। অ্যান্ড্রয়েড ফোনের এই টেমপোরারি ফাইলসকেই ক্যাশ বলে।