বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গতকাল বুধবার কিছুটা বেড়েছে। চলতি বছরের শেষ নাগাদ তেলের বাজারে চাহিদার তুলনায় জোগান কমে যাবে অর্থাৎ তেলের চাহিদা বাড়বে, সেই আশায় বুধবার সকালে তেলের দাম বেড়েছে।
অয়েল প্রাইস ডট কমের তথ্যানুসারে, বুধবার যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডে টাইম অনুসারে সকাল সাতটায় ডব্লিউটিআই ক্রুডের দাম বাড়ে শূন্য দশমিক ৪১ শতাংশ এবং জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি পায়। তাতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ ডলার ছাড়িয়ে যায়। কিছুক্ষণ পরে দাম আবার ৭৫ ডলারের নিচে নেমে আসে।
তবে সামগ্রিকভাবে জ্বালানি তেলের দাম তেমন একটা বাড়েনি। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি ও চীনের ধারাবাহিকতাহীন অর্থনৈতিক পুনরুদ্ধারের কারণে বাজারে একধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। মূলত এর জেরেই তেলের দাম অতটা বাড়েনি।