যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের পরিবহন বিভাগ (ইউএসডিওটি) থেকে বর্তমান ও সাবেকসহ মোট ২ লাখ ৩৭ হাজার সরকারি কর্মীর তথ্য চুরি হয়েছে। সাইবার হামলার মাধ্যমে এ চুরির ঘটনা ঘটেছে। খবর রয়টার্স।
হামলার বিষয়ে অবগত কয়েকটি সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের আংশিক যাতায়াত খরচ প্রদানকারী বিশেষ পরিষেবা ট্রানসার্ভের ট্রানজিট সুবিধা প্রক্রিয়াকরণ সিস্টেমে এ হামলার ঘটনা ঘটেছে। তবে ফাঁস হওয়া তথ্য কোনো অপরাধ কার্যক্রমে ব্যবহৃত হয়েছে কিনা সে বিষয়ে জানা যায়নি।