আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই ভাইয়ের রাজনীতি খেলা শুরু হয়েছে। ইতিমধ্যে দলীয় মেয়র প্রার্থী মো. ফয়জুল করিম (চরমোনাই) এবং তার ছোট ভাই স্বতন্ত্র মেয়র প্রার্থী সৈয়দ এছাহাক মো. আবুল খায়ের মনোনয়ন দাখিল করেছেন। এ নিয়ে বরিশালের বিভিন্ন মহলে চলছে নানা গুঞ্জন, আলোচনা-সমালোচনা।
স্বতন্ত্র মেয়র প্রার্থী সৈয়দ এছাহাক বলেন, আমি আসলে প্রক্সি প্রার্থী হিসেবে মাঠে নেমেছি। যদি আমাদের হাতপাখা প্রার্থীর ওপরে কোনো রকমের দুর্ঘটনা ঘটে তা আইনগতভাবে বা যে কোন ভাবেই হোক না কেন সে জন্য আমরা সতর্ক আছি। মাঠে যেন ফাঁকা না যায়।
তবে তিনি নির্বাচনী মাঠে কোন প্রচার-প্রচারণা চালাবেন কিনা সে বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ব্যক্তিগতভাবে নির্বাচনী মাঠে আমার কোনো প্রচার প্রচারণা থাকবে না। আমি হাতপাখার হয়ে মাঠে কাজ করব।