সংখ্যায় লুকিয়ে চরিত্রের নাম! সেই রহস্যের কিনারা করতে পারলে ভাগ্যবান বিজয়ী পাবেন পুরস্কার। প্রচারণার এমন কৌশল এর আগে ঢালিউডে দেখা যায়নি। যেটা শুরু করলো মুক্তি প্রতীক্ষিত ছবি ‘অন্তর্জাল’র টিম।গত ১৩ মে ছবিটি প্রথম পোস্টার প্রকাশের মাধ্যমে প্রচারণা পর্ব শুরু করে।
ছবির নাম ও প্রেক্ষাপটের আবহ তাতে ফুটিয়ে তোলা হয়। এবার নতুন আঙ্গিকে আরেকটি কৌশল অবলম্বন করলেন নির্মাতা দীপংকর দীপন ও তার দল। ‘অন্তর্জাল’র চরিত্রগুলোর নাম প্রকাশ করা হয়েছে। কিন্তু তা বাংলা কিংবা ইংরেজি ভাষায় নয়, বরং বাইনারি সংখ্যায়!বলা প্রয়োজন, বাইনারি সংখ্যা পদ্ধতি হলো এমন একটি ব্যবস্থা, যেখানে শুধু ০ ও ১ দিয়ে সব কিছু প্রকাশ করা হয়। মূলত কম্পিউটার প্রযুক্তিতে এই সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়।