মার্কিন কোম্পানির কাছ থেকে ১২ হাজার টন চিনি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বুধবার সরকারি ক্রয় কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
সভা শেষে সাংবাদিকরা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সাঈদ মাহবুব খানের কাছে জানতে চান, মার্কিন কোম্পানির কাছ থেকে চিনি কেনার সিদ্ধান্তের মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনার ব্যত্যয় হলো কি না? জবাবে তিনি বলেন, 'এটা তো আমি মন্তব্য করার এখতিয়ার রাখি না। কী পাস হলো, আমি শুধু সেটা জানালাম।'
এ বিষয়ে সভায় কোনো আলোচনা হয়নি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
পাস হওয়া প্রস্তাব অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি যুক্তরাষ্ট্রের অ্যাকেনটুয়েট টেকনোলজি ইনক থেকে স্থানীয় ওএমসি লিমিটেডের মাধ্যমে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।