রাজধানীতে শনিবার ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

সমকাল প্রকাশিত: ১৭ মে ২০২৩, ০৪:৩০

রাজধানীতে আগামী শনিবার বিক্ষোভ মিছিল করবে ১২ দলীয় জোট। খালেদা জিয়ার মুক্তি, গায়েবি ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ওই দিন সকাল সাড়ে ১১টায় বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হবে। মঙ্গলবার পুরানা পল্টনে বাংলাদেশ এলডিপির কার্যালয়ে জোটের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় বাংলাদেশ জাস্টিস পার্টিকে চলমান যুগপৎ আন্দোলনে ১২ দলীয় জোটের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।


সভায় ছয়টি গুরুত্বপূর্ণ দেশের কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা সুবিধা বাতিলের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। 


জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি মুহাম্মদ আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগ চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, ন্যাপ-ভাসানী চেয়ারম্যান আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান শওকত আমিন প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us