বাংলা চলচ্চিত্রের অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শূন্যতা পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক জায়েদ খান। মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর ফটকে তার মরদেহ গ্রহণের সময় তিনি এ মন্তব্য করেন।
এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ফারুকের মরদেহ দেশে পৌঁছে। পরে সকাল ৮টা ১৫ মিনিটে আট নম্বর ফটক দিয়ে তার মরদেহ বের করা হয়।
জায়েদ খান সাংবাদিকদের বলেন, ফারুক ভাই যে সময় যাওয়ার কথা, সে সময় তিনি মারা যাননি। সম্প্রতি তিনি অনেকটাই সুস্থ ছিলেন। কিন্তু এর মধ্যে হঠাৎ তিনি অসুস্থ হয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং বেদনার।