ব্যাংক ব্যবস্থায় দ্রুত বাড়ছে সরকারের ঋণ। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত ১০ মাসে ব্যাংক থেকে সরকার নিট ৮২ হাজার ৫৭ কোটি টাকা ঋণ নিয়েছে। এক মাস আগে গত মার্চ পর্যন্ত যা ছিল ৫২ হাজার ৩৬০ কোটি টাকা। আর গত ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে ছিল ৩২ হাজার ২৪৯ কোটি টাকা।
জানা গেছে, সরকারের চলতি ব্যয় বাড়লেও আশানুরূপ রাজস্ব আদায় না হওয়া, বিদেশি ঋণের ছাড় কম থাকা এবং সঞ্চয়পত্রে ঋণ কমে যাওয়ায় ব্যাংকঋণে নির্ভরতা এভাবে বেড়েছে। যদিও উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ কমিয়ে সঞ্চয়পত্রে বাড়ানোর পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সঞ্চয়পত্র বিক্রি থেকে সরকার যে পরিমাণ ঋণ পাচ্ছে, গ্রাহকরা আগে কেনা সঞ্চয়পত্র নগদায়ন করছেন তার চেয়ে বেশি। নগদায়নের একটি অংশ মেয়াদপূর্তির কারণে। আরেকটি অংশ হলো, মেয়াদপূর্তির আগেই নগদায়ন। চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে সঞ্চয়পত্রে সরকারের নিট ঋণ ৪ হাজার ১৬২ কোটি টাকা কমেছে। যদিও বাজেটে সঞ্চয়পত্র থেকে ৩৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।