যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের রাষ্ট্রদূতসহ কোনো কূটনীতিককে অতিরিক্ত পুলিশ প্রটোকল দেওয়া হবে না

আজকের পত্রিকা প্রকাশিত: ১৫ মে ২০২৩, ২০:৩৩

ঢাকার সব কূটনৈতিক, মন্ত্রী, সচিব, উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তা প্রটোকলে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। ঢাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের রাষ্ট্রদূতসহ যেসব কূটনীতিক অতিরিক্ত পুলিশ প্রটোকল পেতেন তা-ও সরিয়ে নেওয়া হবে।


আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।


গোলাম ফারুক বলেন, ‘দেশের মন্ত্রী, সচিব, উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রটোকলের জন্য আনসার বাহিনী থেকে একটি প্রটোকল ইউনিট করা হয়েছে। তারাই এখন প্রটোকলের দায়িত্ব পালন করবে। দেশের মন্ত্রী, এমপিদের যারা প্রটোকল দিয়ে থাকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সব কূটনৈতিকেরও তারা প্রটোকল দেবে।’


ডিএমপি কমিশনার বলেন, ‘প্রটোকলে আনসার সদস্যরা থাকলেও রাজধানীর গুলশান-বারিধারা কূটনৈতিক জোনে ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের পুলিশ সদস্যরা দায়িত্ব নিয়োজিত থাকবে।’


গোলাম ফারুক বলেন, ‘সবাই সমান প্রটোকল পাবেন। তবে কারও পুলিশ সহযোগিতার প্রয়োজন হলে আমরা অবশ্যই তাঁদের পাশে থাকব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us