বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র পদপ্রার্থী ইকবাল হোসেন তাপস মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার রিটানিং কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা শেষে তাপস সাংবাদিকদের বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ওপর জনগণের আস্থা নেই। সিটি ভোট আস্থা ফেরানোর নির্বাচন। নির্বাচন কমিশনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। ভোটগ্রহণ করতে হবে ব্যালটের মাধ্যমে। নির্বাচিত হতে পারলে জনগণের ওপর থেকে ট্যাক্সের বোঝা কমানো এবং নাগরিকদের যথাযথ সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।