সাম্প্রতিক সময়ে মাঠের আম্পায়ারদের আউট দেওয়ার ক্ষেত্রে ‘সফট সিগন্যাল’ বিতর্কের জন্ম দিয়েছে। এবার বোধহয় এই নিয়ম বাতিল হতে যাচ্ছে। এমন তথ্যই দিয়েছে ক্রিকবাজ। যার প্রথম প্রয়োগ দেখা যেতে পারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
সফট সিগন্যালে সাধারণত কী হয়ে থাকে? মাঠের কোনও ক্যাচ নিয়ে আম্পায়ারদের সংশয় থাকলে জোরালো সিদ্ধান্তে পৌঁছাতে থার্ড আম্পায়ারের দ্বারস্থ হন তারা। তার আগে ‘সফট সিগন্যাল’ হিসেবে অনফিল্ড আম্পায়ার আউট বা নট আউটের সিদ্ধান্ত দিয়ে থাকেন। তার পর ভিডিও ফুটেজে প্রাপ্ত তথ্য বিচার করে চূড়ান্ত রায় দেন থার্ড আম্পায়ার। এই পরিবর্তনের ফলে কোনও ক্যাচ নিয়ে সংশয় থাকলে থার্ড আম্পায়ারের রায়ই চূড়ান্ত বলে ধরা হবে।