দুবাই হয়ে উঠছে ভারতের নতুন বাণিজ্যিক কেন্দ্র

প্রথম আলো প্রকাশিত: ১৫ মে ২০২৩, ১৩:৩৮

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই শহরের মীনা বাজারে গেলে আপনার হয়তো মনেই হবে না যে আপনি মুম্বাই থেকে ১ হাজার ২০০ মাইল দূরে দাঁড়িয়ে আছেন। কারণ, এদিক–ওদিক যেদিকেই তাকান, আপনার চোখে পড়বে বিরিয়ানিওয়ালা, মিনি পাঞ্জাব রেস্তোরাঁ ও তানিশক জুয়েলারির মতো ভারতের বহুল পরিচিত বিভিন্ন ব্র্যান্ড।


শুধু বিপণিবিতান বা বিক্রয়কেন্দ্রই নয়, সেখানে রয়েছে ভারতের রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক অব বরোদার মতো বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানও। দুবাইয়ের ভাষা আরবি হলেও সেখানকার মীনা বাজারে যে কেউ চাইলে হিন্দি কিংবা মালয়ালম ভাষায় অনায়াসে কথাবার্তা চালিয়ে যেতে পারবেন।


কয়েক দশকের ব্যবধানে ভারত ও ইউএইর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্রমাগতভাবে দৃঢ় হয়েছে। এর ফল হিসেবেই ভারতীয় কোম্পানিগুলোর ব্যবসা–বাণিজ্যের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে দুবাইয়ের মীনা বাজার। শুধু এই এলাকাতেই নয়, সংযুক্ত আরব আমিরাতজুড়েই ব্যবসা সম্প্রসারণ করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। অবস্থা এমন যে আপনার দুবাইয়ে থাকার মানে যেন আপনি কোনো না কোনোভাবে ভারতীয় ব্যবসা–বাণিজ্যের অংশ হয়ে আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us