নায়ক ফারুকের প্রথম জানাজা সিঙ্গাপুরে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ মে ২০২৩, ১৪:২১

আগামীকাল (১৬ মে) ভোরে দেশে আনা হবে ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য চিত্রনায়ক ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠানের (ফারুক) মরদেহ। এর আগে সিঙ্গাপুরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। নায়ক ফারুকের স্ত্রীর বরাত দিয়ে জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।


ঢাকাই চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত কিংবদন্তি নায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। চলচ্চিত্রে তিনি নায়ক ফারুক হিসেবে পরিচিত হলেও তার আসল নাম আকবর হোসেন পাঠান।


নায়ক ফারুকের ছেলে রওশন হোসেন পাঠান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুরে স্থানীয় সময় সকাল সকাল ৮টা ৩০ মিনিটের দিকে তার বাবা মারা গেছেন। আমার আব্বুর জন্য দোয়া করবেন।


রওশন আরও জানান, তার বাবা ফারুকের মরদেহ মঙ্গলবার (১৬ মে) ভোরের ফ্লাইটে ঢাকায় আনা হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us