এবার শাকিবের অভিযোগ নিয়ে মুখ খুললেন বুবলী

আরটিভি প্রকাশিত: ১৫ মে ২০২৩, ০৯:১৭

ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের লড়াইয়ে একে অন্যকে পাল্টা জবাব দিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা শাকিব-বুবলী। কেউ যেন কাউকে ছাড় দিচ্ছেন না।


রোববার (১৪ মে) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ‘অনেকের সঙ্গেই বুবলীর অবৈধ সম্পর্ক’ রয়েছে বলে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন শাকিব। এবার শাকিবের করা সেই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা বুবলী।


সংবাদমাধ্যমে দেওয়া আরেক সাক্ষাৎকারে বিষয়টিকে রীতিমতো ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন ‘বসগিরি’ খ্যাত এই অভিনেত্রী।


শাকিব নাকি তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছেন এবং অনেকের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন? বলে জানতে চাইলে সংবাদকর্মীদের এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘এটা খুবই হাস্যকর এবং কমন একটা কথা। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরও বেশি। কারণ, কোনো পুরুষ যখন একজন নারীকে অপমান করতে চায় বা হেয় করতে চায়, তখন সবার আগে মেয়েটিকে তার চরিত্র নিয়ে আঘাত করে। কারণ, এটার জন্য কোনো প্রমাণের দরকার হয় না। শুধু বলে দিলেই হয়, যেটা খুবই বাজে মানসিকতার পরিচয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us