পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। দেশটির মৌহন প্রদেশের একটি গ্রামে এই ঘটনা ঘটে বলে শনিবার জানিয়েছেন প্রাদেশিক গভর্নর।
গর্ভনর বাবো পিয়েরে বাসিঙ্গার এক বিবৃতির বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হামলাকারীরা একদল কৃষকের ওপর নির্বিচারে গুলি চালায়।
বিবৃতিতে বলা হয়, 'মৌহন প্রদেশের চেরিবা বিভাগের ইউলৌ গ্রামে একটি কাপুরুষোচিত ও বর্বর সন্ত্রাসী হামলা হয়েছে। বন্দুকধারীরা তাদের লক্ষ্য বানিয়েছে নিরীহ বেসামরিক নাগরিকদের, যারা নদীর ধারে চাষাবাদ করছিলেন।' এসময় তিনি নিহতের সংখ্যা ৩৩ জন বলে উল্লেখ করেন।