ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে হঠাৎ করে ডিপিএল খেলতে ঢাকা ফিরে আসেন আফিফ হোসেন। পরবর্তীতে জানা যায় পারফর্মম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েন বাঁহাতি এই ব্যাটার। এরপর থেকেই রয়েছেন জাতীয় দলের বাইরে। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান পাচ্ছেন এই ব্যাটার।
আজ শনিবার ডিপিএলে আবাহনীকে চ্যাম্পিয়ন করতে বড় অবদান রেখেছেন আফিফ। ৬০ রান করেছেন শেখ জামালের বিপক্ষে অলিখিত ফাইনাল ম্যাচে। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আফিফ বলেন, ‘আমি আসলে এত বেশি চিন্তা করতে পছন্দ করি না। আমি শুধু আমার খেলাটা খেলতে এসেছি। চিন্তা করেছি যেন ভালো খেলতে পারি। অবশ্যই ভালো খেলতে পেরেছি। দল চ্যাম্পিয়ন হয়েছে। আমার অবদান ছিল, খুশি।’