টপ-অর্ডার পারল না ভালো শুরু এনে দিতে। হাল ধরতে পারলেন না পরের ব্যাটসম্যানরাও। আরিফুল ইসলামের ফিফটি ও আরও কয়েকজনের টুকটাক অবদানে প্রতিপক্ষকে দুইশ রানের লক্ষ্য দিতে পেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শাহজাইব খানের অপরাজিত সেঞ্চুরিতে যা অনায়াসেই পেরিয়ে সিরিজ জিতে নিল পাকিস্তান।
রাজশাহীতে শনিবার চতুর্থ ওয়ানডেতে ৮ উইকেটে জিতেছে সফরকারীরা। প্রথম দুই ম্যাচে হারার পর তৃতীয়টিতে জিতে সিরিজে টিকেছিল বাংলাদেশ।
আইমাল খান ও আলি স্রেফ আসফান্দের দারুণ বোলিংয়ে ১৯৯ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। দুইজনই নেন তিনটি করে উইকেট।