চিপ ডিজাইন ইউনিট বন্ধ করে দিচ্ছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড অপো। কারণ হিসাবে বৈশ্বিক অর্থনীতি ও স্মার্টফোন শিল্পে অনিশ্চয়তার কথা উল্লেখ করেছে তারা।
সর্বাধিক বিক্রিত চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলোর অন্যতম অপো ২০১৯ সালে প্রতিষ্ঠিত জেকু ইউনিটের কার্যক্রম বন্ধ করার কথা জানিয়েছে বলে উল্লেখ করেছে বিবিসি। এখানকার উৎপাদন তালিকায় রয়েছে ম্যারিসিলিকন এক্স চিপ। এর নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) স্মার্টফোনে ধারণ করা ভিডিও এবং ছবির মান বাড়ায়।