দুর্ঘটনাস্থল সাফ করে ফেলেছিলেন তদন্তে ঠেকাতে। সেটি তিনি স্বীকারও করবেন আদালতে। কীসের দুর্ঘটনা? ইচ্ছাকৃতভাবে একটি প্লেন বিধ্বস্ত করার। সেটি কেন করেছিলেন তিনি? ইউটিউব ভিডিওর হিট বাড়ানোর জন্য।
২৯ বছর বয়সী ট্রেভর জ্যাকব ২০২১ সালের ডিসেম্বরে ইউটিউবে প্লেন বিধ্বস্তের ওই ভিডিও পোস্ট করেন। সেটি এখন পর্যন্ত ৩৬ লাখেরও বেশি বার দেখা হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
একটি পণ্যের স্পন্সরশিপ চুক্তির অংশ হিসাবে ভিডিওটি ধারণ করেছিলেন বলে দোষ স্বীকারের আপসরফায় উল্লেখ করেছেন জ্যাকব।
তার ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ২৯ বছর বয়সী এই পাইলট ও স্কাইডাইভারের বিরুদ্ধে অভিযোগ ধ্বংসসাধন ও ফেডারেল তদন্তে বাধা দেওয়ার উদ্দেশ্যে তথ্যপ্রমাণ আড়ালের। তিনি এই দোষ স্বীকারে সম্মত হয়েছেন।
২০২১ সালের নভেম্বরে জ্যাকব ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা এয়ারপোর্ট থেকে একক ফ্লাইটে রওনা হন। ক্যামেরার পাশাপাশি জ্যাকব সঙ্গে নিয়েছিলেন একটি প্যারাশুট আর একটি সেলফি স্টিক।