ভারতের কর্ণাটক রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোমাই। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩ আসন।
বিরোধী দল কংগ্রেস ১২০টির বেশি আসনে এগিয়ে থাকার পর পরাজয় মেনে নেন বাসবরাজ। তিনি বলেন, কর্ণাটকে বিজেপি সাফল্য অর্জন করতে পারেনি। খবর হিন্দুস্তান টাইমসভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিধানসভার ২২৪ আসনের মধ্যে এখন পর্যন্ত ১২৮ আসনে এগিয়ে আছে কংগ্রেস। বিজেপি এগিয়ে আছে ৬৬ আসনে। ধর্মনিরপেক্ষ জনতা দল (জেডিএস) এগিয়ে আছে ২২ আসনে। বাকি ৩ আসনে এগিয়ে আছে অন্যরা।