দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি চাইলেন কাউন্সিলর প্রার্থী বিএনপির অন্তত ১০ নেতা

প্রথম আলো প্রকাশিত: ১৩ মে ২০২৩, ১৪:০৬

বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩০ নেতা-কর্মী অংশ নিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের কাউন্সিলর পদে। দলের নির্দেশনা উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হওয়ায় কেন্দ্র থেকে তাঁদের কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল। ওই নোটিশের জবাবে অন্তত ১০ জন কাউন্সিলর প্রার্থী ‘অসুস্থতা’ ও ‘পারিবারিক কারণ’ দেখিয়ে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি চেয়েছেন বলে জানা গেছে।  


নোটিশ পাওয়া নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর মহানগর বিএনপিসহ অধিকাংশ সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। এ কারণে তাঁদের ‘সাবেক নেতা’ পরিচয় দিয়ে চলতে হচ্ছে। এ ছাড়া কাউন্সিলর নির্বাচন করে এসব প্রার্থী এলাকায় বেশ জনপ্রিয় হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন প্রার্থী আছেন, যাঁরা গত দুবারের কাউন্সিলর। এবার তৃতীয়বারের মতো তাঁরা নির্বাচনে অংশ নিচ্ছেন। এ কারণে তাঁদের কাছে দলীয় পদপদবির চেয়ে কাউন্সিলর নির্বাচিত হওয়ার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। আবার প্রার্থীদের অনেকে বলছেন, নির্বাচনের আগে কাউন্সিলর প্রার্থী হওয়ার ব্যাপারে দল থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাই এখন কোনো উপায় না পেয়ে প্রার্থী হওয়া নেতা-কর্মীদের অনেকেই অসুস্থতা ও পারিবারিক সমস্যা দেখিয়ে দলীয় সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি চেয়ে নোটিশের জবাব দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us