রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিলের জন্য দেশভিত্তিক রপ্তানির তথ্য প্রকাশ করেছে। তথ্যানুযায়ী, ১৯ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক (মোট রপ্তানির ৪৯ দশমিক ৭৮ শতাংশ) ইউরোপীয় ইউনিয়নের বাজারে গেছে।
শনিবার (১৩ মে) বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।
এই সময়ে মোট পোশাক রপ্তানি পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় নয় দশমিক ০৯ শতাংশ প্রবৃদ্ধিসহ ৩৮ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
মোট পোশাক রপ্তানির মধ্যে ছয় দশমিক নয় বিলিয়ন ডলারের পোশাক মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা হয়েছে। যা মোট রপ্তানির ১৮ দশমিক ০১ শতাংশ ছিল; কানাডার শেয়ার ছিল তিন দশমিক ১৯ শতাংশ এবং মোট এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের পোশাক কানাডায় রপ্তানি করা হয়েছে। এবং সাত বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হয়েছে অপ্রচলিত বাজারে, যার ১৮ দশমিক ১৬ শতাংশ শেয়ার ছিল।