বাংলাদেশের জন্য সিরিজটি ওই অর্থে কোনো গুরুত্বই ছিল না। আয়ারল্যান্ডের জন্য যেটুকু ছিল, তাও প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর শেষ হয়েছে।
সফরকারীদের ৩-০ ব্যবধানে হারাতে পারলে সরাসরি বিশ্বকাপ খেলতো তারা। কিন্তু এখন দক্ষিণ আফ্রিকার খেলা নিশ্চিত হয়েছে। গুরুত্ব কমে যাওয়া দ্বিতীয় ওয়ানডের শুরুতেও বাধা হয়েছে বৃষ্টি। বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিটে টস হওয়ার কথা থাকলেও সেটি হয়নি।