সপ্তাহের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারের দর বেড়েছে। দর বৃদ্ধি পাওয়া বেশিরভাগ শেয়ার ছিল বীমা, প্রকৌশল এবং বস্ত্র খাতের। তবে ওষুধ ও রসায়ন, খাদ্য ও আনুষঙ্গিক, তথ্যপ্রযুক্তি খাতের বেশিরভাগ শেয়ার দর কমেছে।
টাকার অঙ্কে লেনদেনে এগিয়ে ছিল বস্ত্র খাত।প্রাপ্ত তথ্যানুযায়ী, তালিকাভুক্ত ৩৯৩ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৫৭টির লেনদেন হয়েছে। দর বেড়েছে ৮৪টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত ১৯৭টির দর।