জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার গুরুতর অভিযোগ করেছেন টুইটারের সিইও ইলন মাস্ক এবং তার সংস্থার ফুয়াদ দাবিরি নামের এক ইঞ্জিনিয়ার। ফুয়াদের দাবি, তিনি যখন ঘুমাচ্ছিলেন সেই সময় হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডে তার মাইক্রোফোন চালিয়ে রেখেছিল। এ বিষয়ে মাস্ক বলেছেন, হোয়াটসঅ্যাপকে একেবারেই বিশ্বাস করা যায় না।
এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সব গোপন কথা আড়ি পেতে শুনছে। মাস্ক ও তার কোম্পানির ইঞ্জিনিয়ারের অভিযোগের ভিত্তিতে উত্তর দিয়েছে প্রতিষ্ঠানটি। অভিযোগ স্বীকার করে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি এই মাইক্রোফোন দ্বারা রেকর্ডিং নিয়ে অ্যান্ড্রয়েডের ঘাড়ে পাল্টা দোষ চাপিয়েছে। দাবিরি যে ফোনটি ব্যবহার করেন, সেটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত, গুগল পিক্সেল ৭ প্রো ফোন। হোয়াটসঅ্যাপ বলছে, এই সমস্যা তাদের নয়। মাইক্রোফোন চালিয়ে রাখার কাজটি অ্যান্ড্রয়েড করে বলে জানাচ্ছে হোয়াটসঅ্যাপ।