যেদিকে চোখ যায় শুধু বরফ আর বরফ। মনে হয় কোনো এক বরফরাজ্যে এসেছি। তুষারমুকুট মাথায় পরে বরফের চাদরে মুখ ঢেকে রেখেছে রাস্তার দুপাশের পর্বতগুলো। কনকনে বাতাস, নরম আলো আর চারদিকের শ্বেতশুভ্র পাহাড় মনে শিহরন জাগায়। কিন্তু ১৫ হাজার ফুটেরও বেশি উচ্চতার এই ইয়ামসামডংয়ে ওঠার কিছুক্ষণ পরই আমার শ্বাসকষ্ট শুরু হয়। তারপরও চীন সীমান্তঘেঁষা উত্তর সিকিমের এই আশ্চর্য-সুন্দর বরফরাজ্য দেখে সেই কষ্ট-ক্লেদ মুহূর্তেই উবে যায়।
ইয়ামসামডং বা জিরো পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ৩০০ ফুট উচ্চতায় অবস্থিত। এরপরে বেসামরিক লোকজনের চলাচল নিষিদ্ধ। নিরাপত্তার খাতিরে ওই এলাকা পার হতে দেওয়া হয় না। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জিরো পয়েন্ট এক সময় বাংলাদেশিদের জন্য নিষিদ্ধ থাকলেও বর্তমানে শর্তসাপেক্ষে খুলে দেওয়া হয়েছে। প্রতিদিন হাজারো বাংলাদেশি ভিড় জমাচ্ছেন এখানে।