ঠাকুরগাঁও সদর উপজেলার চারটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের নলকূপে মিলছে না সুপেয় পানি।
প্রয়োজন মেটাতে অনেকেই কুয়ার পানি ব্যবহার শুরু করলেও কিছুদিন যেতে না যেতেই সেখানেও একই অবস্থা। এতে চরম ভোগান্তিতে পড়েছে গ্রামগুলোর কয়েক হাজার পরিবার।
সরেজমিনে সদর উপজেলার জগন্নাথপুর, সালন্দর, শুখানপুকুরী ও আক্চা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে গিয়ে পানি সঙ্কটের বিষয়টি নজরে পড়ে। এসব ইউনিয়নের বেশকিছু গ্রামে এ সঙ্কট চরম আকার ধারণ করেছে।