হাঁটুর বিভিন্ন সমস্যার মধ্যে একটি হলো লিগামেন্টজনিত সমস্যা। মূলত হাঁটু গঠিত হয় তিনটি হাড়ের সমন্বয়ে ১. ফিমার, ২. টিবিয়া ও ৩. প্যাটেলা। কিন্তু এ হাঁটুর ভারসাম্যতা (ইধষধহপব) নির্ভর করে ১১টি লিগামেন্টের ওপর।
এর মধ্যে প্রধান কাজ করে যে চারটি লিগামেন্ট তা হলো ১. ইন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (ACL), পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (PCL), ৩. মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট (MCL) ৪. লেটারাল কোলেটারাল লিগামেন্ট (LCL).