মূল্যস্ফীতি বিদেশি ঋণ ও নির্বাচনী বাজেট

দেশ রূপান্তর জাকির হোসেন প্রকাশিত: ১১ মে ২০২৩, ১৮:২৪

নিত্যপণ্যের বাজারে বৈশাখের তপ্ত দিনের মতোই উত্তাপ ছড়াচ্ছে। গত প্রায় এক বছর ধরে খাদ্যপণ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের দাম বেড়েই চলছে। মূল্যস্ফীতি তালিকায় দেখা গেছে গত বছরের আগস্ট মাসে বিগত কয়েক বছরের চেয়ে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছিল ৯ দশমিক ৫২ শতাংশ। এর পর কিছুটা কমলেও চলতি বছরের মার্চ মাসে আবার তা ৯ দশমিক ৩৩-এ পৌঁছায়। এই মূল্যস্ফীতি সামনের দিনগুলোতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।


যদিও বিশ্বের অনেক দেশেই মূল্যস্ফীতির পরিস্থিতি একই। তবে আমাদের জন্য এটি অসহনীয় এ কারণে বাংলাদেশ মূলত ৬ এর ঘরের মূল্যস্ফীতিতে অভ্যস্ত। যা এখন তা প্রায় দ্বিগুণ হতে চলছে। এর ফলে অনেক নিত্যপণ্যের দামই বেড়েছে দ্বিগুণ বা কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি। এই দাম বৃদ্ধি অনেক উচ্চবিত্তকেও শঙ্কিত করছে, আর নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য ভয়ংকর। এ কারণে দেশের মানুষ অধীর হয়ে বসে আছে কখন কমবে জিনিসপত্রের দাম। অনেকের ধারণা আগামী অর্থবছরের বাজেটে দাম কমার ইঙ্গিত থাকতে পারে। যুক্তি হিসেবে তারা বলতে চায় আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বর্তমান সরকারের মেয়াদের শেষ ও নির্বাচনী বাজেট, শুধু এ কারণেই সরকার দ্রব্যমূল্যের লাগাম টানার চেষ্টা করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us