You have reached your daily news limit

Please log in to continue


আজ ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ দল

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।

বৃহস্পতিবার (১১ মে) ক্যারিবিয়ান দলকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ম্যাচের জন্য আফিফ হোসেন ধ্রুবকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৬ মে থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর আগামী ২৩ মে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। আর শেষ ম্যাচটি ৩০ মে থেকে মাঠে গড়াবে।

বাংলাদেশ 'এ' দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: জশুয়া ডি সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কারটি, তেজনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্র্যান্ডন কিং, জইর ম্যাকআলিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন