নাটোরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১১ মে ২০২৩, ০৮:০৫

ভূমিহীন ও গৃহহীন মানুষকে ঘর করে দেওয়া সরকারের প্রশংসনীয় একটি উদ্যোগ। এর মাধ্যমে লাখো অসহায় পরিবার মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এ প্রকল্প এখনো চলমান। ফলে আরও বিপুলসংখ্যক ভূমিহীন মানুষের স্থায়ী ঠিকানা হবে।


কিন্তু দায়িত্বশীল কর্মকর্তা ও স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাদের অনিয়মের কারণে কোথাও কোথাও এ প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে। শুরুর দিকে এ প্রকল্প নিয়ে এমন অভিযোগ উঠলে কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরপরও আশ্রয়ণ প্রকল্প নিয়ে অনিয়মের খবর জানা যাচ্ছে, যা খুবই দুঃখজনক।


সর্বশেষ নাটোরের গুরুদাসপুর আশ্রয়ণ প্রকল্প নিয়ে ঘুষ লেনদেনের ঘটনা ঘটেছে। এর জেরে সেখানে ঘুষ গ্রহণকারী স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলাও করেছেন ভুক্তভোগীরা। এরপর ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজেই সেখানে জড়িয়ে পড়েছেন। গোটা বিষয়টি নিয়ে নাটোরে সমালোচনার ঝড় উঠেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us