শার্ট-প্যান্টে যে সতর্কীকরণ ট্যাগ লাগানো থাকে, তা হয়তো শরীরের সঙ্গে লাগলে আমরা বিরক্ত হই। কিন্তু কাপড়ের গুণাগুণ অক্ষুণ্ন রাখতে ট্যাগের এসব সতর্কবার্তা মেনে চলা জরুরি। অনেকেই এসব ট্যাগের লেখা কখনো পড়ে দেখেন না কিংবা কেটে ফেলে দেন।
কাপড়ের সঙ্গে লাগানো এসব ট্যাগগুলোর দিকে লক্ষ্য করলে দেখবেন, একেক কাপড়ে একেক রকম লেখা ও আইকন থাকে। এই আইকনগুলো দিয়েই বোঝানো হয় নির্দিষ্ট কাপড়ের যত্নে কী করা যাবে আর কী করা যাবে না—যাতে কাপড়টি দীর্ঘদিন নতুনের মতো লাগে।