পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নতুন মাত্রা যোগ করেছে।
এক মামলার শুনানিতে অংশ নিতে যাওয়ার সময় ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে মঙ্গলবার ইমরান খান গ্রেপ্তার হন। এরপরই রাজধানীতে জারি করা হয় ১৪৪ ধারা।
ইসলামাবাদ পুলিশ এক টুইটে জানায়, আল–কাদির ট্রাস্ট মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।
পিটিআই নেতাদের অভিযোগ, গ্রেফতারের সময় তাদের চেয়ারম্যান ইমরান খানকে নির্যাতন করা হয়েছে। জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে তারা। পিটিআই বিক্ষোভ দেখাতে শুরু করেছে। এতে সংকটের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।