গরমে ত্বকের যত্ন নেওয়া সহজ নয়। বাইরে বেরোলেই ত্বকে র্যাশ বেরোচ্ছে। সেই সঙ্গে ট্যানের সমস্যা তো রয়েছেই। সে ক্ষেত্রে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন চন্দনের উপর। ত্বক শুষ্ক হোক কিংবা তৈলাক্ত, বলিরেখা থাক কিংবা ব্রণ, যে কোনও সমস্যায় যত্ন নিতে পারে চন্দন।
শুষ্ক ত্বকের যত্নে তিন চা চামচ গুঁড়ো দুধ, তিন চা চামচ চন্দন তেল ও একা চা চামচ গোলাপজল এক সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাক মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।